দিল্লিবাসী মীরা রাজপুতের সঙ্গে আগামী ১০ জুলাই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। আর বিয়েতে তিন মায়ের আশির্বাদ পেতে যাচ্ছেন শহিদ ও তার নববধূ।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ছেলেকে আর্শীবাদ করতে বিয়েতে উপস্থিত থাকবেন তার নিজের মা নিলীমা আজমি। সঙ্গে থাকছেন তার দুই সৎ মা সুপ্রিয়া ও বন্দনা৷
শহিদের ছোটবেলাতেই মা নীলিমা ও বাবা পঙ্কজ কাপুরের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। পঙ্কজ কাপুর বিয়ে করেন সুপ্রিয়া পাঠককে। অন্যদিকে নীলিমা বিয়ে করেছিলেন রাজেশ খাট্টারকে। রাজেশ-নীলিমার বিয়ে বেশিদিন টেকেনি। পরে রাজেশ বিয়ে করেন বন্দনাকে।
নীলিমা, সুপ্রিয়া ও বন্দনা তিনজনেই আসছেন শহিদের বিয়েতে। নীলিমা তো বটেই, সুপ্রিয়াও শহিদকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। এদিকে বন্দনা, শহিদের সৎ বাবার স্ত্রী হলেও পছন্দ করেন শহিদকে। তাই ছেলের বিয়েতে সেজেগুজে বেয়াইদের সঙ্গে হাসিঠাট্টার সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছেন না তিন মায়ের কেউই। সঙ্গে ছেলে আর ছেলেবউকে্ আশির্বাদ তো রয়েছেই। সম্ভবত এই প্রথম বলিউড দেখবে, এক ছেলের বিয়েতে তিন মায়ের হাসিমুখ।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/ এস আহমেদ