ইউটিউবে প্রকাশ হলো তরুণ কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর তারেকের গানের ভিডিও 'ঝুম বরষায়'। এতে মডেল হয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। 'ঝুম বরষায়' শিরোনামের রোমান্টিক গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক। ইয়ামিন এলানের নির্দেশনায় ঢাকার বেশ কয়েকটি লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। চলতি বর্ষা মৌসুম ও ঈদ উপলক্ষে দেশের সবকটি স্যাটেলাইট চ্যানেলে গানটি রিলিজ করা হবে। আর গতাল সোমবার রাতে প্রকাশ হয়েছে ইউটিউবে।
মিউজিক ভিডিও নিয়ে তানভীর তারেক বলেন, 'গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও ছবিতে প্রচ্ছন্ন একটি গল্প বলার চেষ্টা করা হয়েছে। আর গানের ক্ষেত্রে বলব পিওর রোমান্টিক সফট রক একটি গান। নাইলন স্ট্রিং গিটারের সঙ্গে এসরাজের কিছু কম্বিনেশন রাখার চেষ্টা করেছি কম্পোজিশনে।'
ঝুম বরষায় ভিডিও প্রসঙ্গে পিয়া বলেন, 'তানভীর ভাইকে এই গানের ভিতর দিয়ে অন্যভাবে চিনলাম। গানটিও চমৎকার। আর আমার ভারতে হিন্দি ভিডিও রিলিজের পর দীর্ঘ বিরতি শেষে নতুন কোনো মিউজিক ভিডিওতে কাজ করলাম।'
ভিডিওটি দেখতে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=tEGfdoRqixI
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৫/ রশিদা