শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের 'ছোটকাকু' এবার 'রাগ করে রাঙামাটি' গেছেন। এর আগে এই সিরিজের 'কক্সবাজারের কাকাতুয়া', 'রাজশাহীর রসগোল্লা' এবং 'লেট করে সিলেটে' 'রাত বিরাতে সাতক্ষীরাতে' নির্মিত হয়েছে। ছোটকাকু রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন সেসব স্থানের ইতিহাস ঐতিহ্যের। যার ফলে ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছে। ছোটকাকু এবার রহস্য উদঘাটনে গেলেন রাঙামাটিতে। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের 'রাগ করে রাঙামাটি' এ গল্প নিয়ে এবারও নির্মিত হয়েছে ৮ পর্বের ধারাবাহিক। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন আফজাল হোসেন, সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া ও সামিয়াসহ অনেকে। এ সিরিজটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।