তামিল ছবি 'পুলি'র অফিসিয়াল টিজার এর মাধ্যমে প্রায় দুই দশক পর তামিল ছবিতে দেখা যাবে এক সময়ের পর্দা কাঁপানো বলিউড রাজকন্যা শ্রীদেবীকে।
'পুলি'তে ৫১ বছর বয়সী শ্রীদেবীর বিপরীতে অভিনয় করছেন তামিল অভিনেতা বিজয়। মুভিটি পরিচালনা করছেন চিম্বু দেবেন এবং প্রযোজনায় থাকছেন শিবু থামিনস।
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার মুভি 'পুলি'তে শ্রীদেবীকে দেখা যাবে রানীর ভূমিকায়। এক ক্ষমতাশালী দলনেত্রীর ভূমিকায় অভিনয় করছেন বলিউডের এক সময়ের এ স্বপ্নকন্যা। এর কাহিনী অনেকটা হলিউড সুপারস্টার রাসেল ক্রো অভিনীত 'গ্ল্যাডিয়েটর'র মতো।
মুভিটিতে আরও অভিনয় করেছেন সুদীপ, শ্রুতি হাসন, হনসিকা মোতওয়ানি। চলতি বছরের শেষ দিকে মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০১৩ সালে শ্রীদেবী অভিনীত হিন্দি ছবি 'ইংলিশ-বিংলিশ' মুক্তি পায়। এ ছবিতে অভিনয় করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত হন এই বলিউড অভিনেত্রী। শ্রীদেবীর অভিনয় যাত্রা শুরু হয় তামিল ছবি দিয়ে। তার অভিনীত প্রথম হিন্দি ছবি হলো 'জুলি'। এতে তিনি নায়িকার ছোট বোনের ভূমিকায় অভিনয় করেন। অমিতাভ বচ্চন ও জিতেন্দ্রের সঙ্গে তার জুটি ছিল জনপ্রিয়।