মুক্তিযুদ্ধের গান নিয়ে করা 'চেতনায় মুক্তিযুদ্ধ' নামের গানের অ্যালবাম নিয়ে আসছেন পুলিশ কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম সরকার।
বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ছোট বেলা থেকেই গান করে আসছি। পাবনা জেলার ফরিদপুর থানার সংগীত শিক্ষক ওস্তাদ নরেশ চন্দ্র হালদারের কাছে ৮ বছর বয়সে সারগাম গীত ও নজরুলসংগীত দিয়ে যাত্রা শুরু করি। বর্তমানে আধুনিক সংগীতের চর্চাও করছি।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণির গীতিকার ও কণ্ঠশিল্পীও তিনি। গীতিকার ও সুরকার হিসেবে তার রয়েছে শতাধিক গান। যার মূল উপজীব্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম, মানবতা ও ভালোবাসা।
প্রাথমিকভাবে চিন্তা রয়েছে অ্যালবামে ১০টি মুক্তিযুদ্ধের গান রাখার।