কুস্তিগির মহাবীর সিংয়ের জীবনী অবলম্বনে 'দাঙ্গাল' ছবির নাম ভূমিকায় দেখা যাবে আমির খানকে।
চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে অভিনব এক উপায়ই বেছে নিয়েছেন তিনি।
ঘুম বাদ দিয়ে প্রতিদিন ভোরে টিভিতে রেসলিং দেখছেন এই 'পিকে' তারকা। শুধু তাই নয়, চরিত্রের প্রয়োজনে এরই মধ্যে তিনি শরীরের ওজন বাড়িয়ে ৯৫ কেজি করেছেন।
যে কোনো ছবিতে নিজের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কোনো রকম ছাড় দিতে রাজি নন আমির।
আমিরের মুখপাত্র বলেন, আমির যখন যা করেন তাতে পুরোপুরি ডুবে যান। সময় তার জন্য কোনো ব্যাপার না। গত কিছুদিন ধরে তিনি নিয়মিত রেসলিং ম্যাচ দেখছেন। কুস্তিগির মহাবীর সিং, তার দুই মেয়ে গীতা ও ববিতা ফোগাট এবং তাদের ভিতরের সম্পর্ক নিয়ে 'দাঙ্গাল' ছবির কাহিনী আবর্তিত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।