বিয়ের সুতো ছিঁড়ে গেছে থেরন-পেনের। দেড় বছর প্রেমের পর আংটি বদল করেছিল হলিউড তারকা জুটি শার্লিজ থেরন এবং শন পেন। কিন্তু বিয়ের বাদ্য আর বাজল না। নিজেদের বাগদান ভেঙেছেন তারা।
সম্প্রতি দক্ষিণ ফ্রান্সে থেরনের নতুন সিনেমা 'ম্যাড ম্যাঙ ফিউরি রোড'-এর প্রচার চালানোর সময় বাগদান ভাঙেন থেরন-পেন। সূত্র জানাচ্ছে, সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত এসেছে থেরনের তরফ থেকেই।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দুই তারকার পক্ষ থেকে।
২০১৪ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে থেরন বলেছিলেন, ১৮ বছর ধরে পেনকে চেনেন তিনি।
কিন্তু প্রেমের পথে পা বাড়াতে নয়, ঘর বাঁধতে চান তিনি। সে বছরই ডিসেম্বরে আংটি বদল করেছিলেন দুজন।