তামিলনাড়ুর কুন্নুড়ে 'কাপুর অ্যান্ড সানস' ছবির কাজ করছিলেন আলিয়া ভাট। আচমকা ডান কাঁধে চোট পেয়ে কাবু হয়ে যান তিনি। তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে যেতে হয়েছে তাকে। এ জন্য এখন বিশ্রামে আছেন বলিউডের এই অভিনেত্রী। তবে আঘাত গুরুতর নয়।
জানা গেছে, দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন আলিয়া। চোট পাওয়ায় আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসও উদযাপন করতে পারেননি তিনি। আপাতত বাঁ-হাত দিয়েই দরকারি কাজগুলো করছেন। সে জন্য টুইটারে রসিকতার সুরে ২২ বছর বয়সী এই তারকা বলেন, 'বাঁ-হাতি হওয়ার সময় হয়েছে!'
শাকুন বাত্রা পরিচালিত 'কাপুর অ্যান্ড সানস'-এ আলিয়ার সহশিল্পী ফাওয়াদ খান। তার হাতে আরও আছে বিকাশ বলের 'শানদার'। এটি প্রযোজনা করছেন করণ জোহর। এ ছবিতে তার নায়ক শহীদ কাপুর।
এদিকে টুইটারে আলিয়ার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখের ঘর।