সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শীর্ষে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভাবছেন- অমিতাভ বচ্চন, শাহরুখ, আমির, সালমান খানদের ছাড়িয়ে কিভাবে শীর্ষে উঠেন আলিয়া। আসলে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সহ অভিনেতাদের মধ্যে শীর্ষে আলিয়া।
হিসেব বলছে, টুইটারে বরুণ ধবন যেখানে ১.৫৮ মিলিয়ন, সিদ্ধার্থ মালহোত্র ১.৯৭ মিলিয়ন এবং অর্জুন কাপুর ১.৩১ মিলিয়ন— সেখানে আলিয়ার ফলোয়ার ৫ মিলিয়ন। এজন্যে বেজায় খুশ ২২ বছরের এই অভিনেত্রী। উচ্ছ্বসিত আলিয়া ইতিমধ্যে তার ভক্তদের টুইট করেই ধন্যবাদ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব