ভিন্ন ভিন্ন গল্পের ধারাবাহিক নাটক 'অনাকাঙ্ক্ষিত সত্য'। প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত ৮.২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে। ইতোমধ্যে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি। পার করেছে ৫০তম পর্বটি।
৫০তম পর্বের নাম ছিল 'রকস্টার'। এই পর্বে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, জেবিন আহমেদ, তৌহিদ আবীর, আশরাফুল আশীষ, আনোয়ার শাহী, জিনাত লুনা ও অপজিট ব্যান্ড দলের সদ্যসরাসহ আরও অনেকে। 'রকস্টার'-এর সঞ্চালকে ছিলেন শাহ্জালাল সবুজ। নাট্যরূপ দিয়েছেন শ্রাবনী ফেরদৌস। পর্ব পরিচালনায় শুভ্র খান এবং ধারাবাহিকটির পরিচালনা ডি এ তায়েব।
বিডি-প্রতিদিন/ ২৪ জুন, ২০১৫/ রশিদা