বলিউডে বিশালদেহী অভিনেতা হিসেবে সুপরিচিত জন আব্রাহাম। আর সম্প্রতি এই বিশালদেহী অভিনেতার শারীরিক অবয়ব নিয়ে মজার মন্তব্য করেন তারই কাছের বন্ধু ও সহকর্মী অভিষেক বচ্চন। তিনি জনকে 'মুম্বাইয়ের পর্বত' নামেই অভিহিত করেছেন।
'দোস্তানা' মুভিতে অভিনয়ের সময় তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এবার 'হেরা ফেরি ৩' মুভিতে অভিনয় করছেন তারা । সম্প্রতি এর সেটে তোলা জনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিষেক। পেছন দিক থেকে তোলা জনের ছবিটি পোস্ট করার পাশাপাশি এক বার্তায় অভিষেক লিখেছেন, 'মুম্বাইয়ের পর্বত। জন আব্রাহাম নামেও পরিচিত তিনি। 'হেরা ফেরি ৩' মুভির সেটে।'
‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩’। প্রিয়দর্শন পরিচালিত সিরিজের প্রথম ছবি ‘হেরা ফেরি’ মুক্তি পায় ২০০০ সালে। ৬ বছর পর মুক্তি পায় কমেডি ঘরানার ছবিটির সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’। পরিচালক ছিলেন নীরাজ ভোরা। এবার ‘হেরা ফেরি ৩’ ছবি পরিচালনা করছেন নীরাজ। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।
এছাড়া ‘হেরা ফেরি ৩’ মুভিতে অক্ষয় কুমারের জায়গায় অভিনয় করছেন জন আব্রাহাম। আর নতুন একটি চরিত্রে অন্তর্ভুক্ত হয়েছেন অভিষেক বচ্চন। মুভিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, সুনীল শেঠি, এষা গুপ্ত, নেহা শর্মা, কাদের খান। চলতি বছর ১৮ ডিসেম্বর মুভিটি মুক্তি পাবে। বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৫/শরীফ