সাড়া জাগানো অভিনেত্রী মৌসুমী আবারও নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে তার হাতে রয়েছে প্রায় অর্ধডজন ছবি। একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিচ্ছেন তিনি। এর মধ্যে ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার ছবি 'প্রেমী ও প্রেমী'তে তাকে অতিথি হিসেবে দেখা যাবে। এর আগে ২০০৬ সালে এসএ হক অলিক পরিচালিত 'হৃদয়ের কথা' ছবিতে প্রথমবার অতিথি হয়ে অভিনয় করেন এই অভিনেত্রী। এ ছবিতে নায়িকা ছিলেন পূর্ণিমা।
অশোক পতি ও আবদুল আজিজ পরিচালিত 'প্রেমী ও প্রেমী' ছবির শুটিং চলছে এখন স্কটল্যান্ডে। সেখানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটছে মৌসুমীর। ১৭ জুন শুটিংয়ে অংশ নিতে স্কটল্যান্ড যান তিনি। একদিন বিশ্রামের পর স্কটল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির শুটিং শুরু করেন।
মুঠোফোনে মৌসুমী বলেন, 'নতুন এই ছবিতে আমি অভিনয় করছি অতিথি চরিত্রে। ছবিতে নায়ক অঙ্কুশের বোন আমি। আমার সঙ্গে একজনের প্রেম হয়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। গল্প শুনে চরিত্র সম্পর্কে ভালো লাগার কারণে কাজটি করার সিদ্ধান্ত নিই। আপাতত ছবিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না।'
অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌসুমী জানান, 'অতিথি চরিত্রে চলচ্চিত্রে উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও চরিত্রের গুরুত্ব অনেক বড় ব্যাপার। তাই এ ধরনের চরিত্রে কাজের ব্যাপারে রাজি না হয়ে পারিনি।'
'প্রেমী ও প্রেমী' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং কলকাতার অঙ্কুশ। শুটিং শেষে আগামী ৩০ জুনের মধ্যে ঢাকায় ফেরার ইঙ্গিত দিয়েছেন মৌসুমী।
এদিকে মৌসুমী এখন একই সঙ্গে পরিচালনা ও অভিনয় করছেন 'শূন্য হৃদয়' ছবিতে। এ ছবিটি পরিচালনা করছিলেন বেলাল আহমেদ। এ নির্মাতার আকস্মিক মৃত্যুতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি পরিচালনার দায়িত্ব দেন
মৌসুমীকে। এটি মৌসুমীর তৃতীয় পরিচালনা। ২০০৩ সালে 'কখনও মেঘ কখনও বৃষ্টি' এবং ২০০৫ সালে 'মেহের নিগার' ছবি দুটো পরিচালনা করেন তিনি। নার্গিস আক্তার নির্মিত 'মেঘলা আকাশ' ছবিতে অভিনয় করে ২০০২ সালে প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মৌসুমী। ২০১৩ সালে আবারও একই পুরস্কার পান চাষী নজরুল ইসলাম পরিচালিত 'দেবদাস' ছবির জন্য। এতে তিনি চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক। প্রথম ছবিতেই দর্শকমন জয় করে নেন এই সৌভাগ্যবান অভিনেত্রী। এ পর্যন্ত দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আনন্দ বিনোদন সুন্দরী মৌসুমী মডেল হিসেবে প্রথম শোবিজ জগতে পা রাখেন। বেশ কিছু টিভি নাটক নির্মাণ ও নাটকে অভিনয় করেন তিনি। এখনো ছোট পর্দায় কাজ করছেন এই অভিনেত্রী।