এবারের ঈদ শীর্ষ নায়ক শাকিব খানের দখলে। বড় ও ছোট পর্দায় চলবে তারই রাজত্ব। ঈদে মুক্তি পাচ্ছে মোট চারটি ছবি। এর মধ্যে দুটির নায়কই শাকিব খান। ছবি দুটি হচ্ছে এসএ হক অলিকের 'আরও ভালোবাসবো তোমায়' এবং শাহীন সুমনের 'লাভ ম্যারেজ'। পাশাপাশি ছোট পর্দার বিভিন্ন চ্যানেলে প্রচার হবে শাকিব অভিনীত প্রায় এক ডজন ছবি। তাছাড়া ঈদের বিভিন্ন সেলিব্রেটি শোতে বিশেষ অতিথি হয়ে আসছেন তিনি। এগুলোর মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া কয়েকটি অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে মাছরাঙা টিভিতে রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠান 'কেমিস্ট্রি'। এতে শাকিব তার অভিনয় ও ব্যক্তি জীবন নিয়ে বলবেন নানা না বলা কথা। অপু বিশ্বাসের সঙ্গে তার রসায়নের কথাও জানাবেন অকপটে। বিয়ের ঘোষণাও আসবে আলাপচারিতায়। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাতে। শাকিব খান বলেন, দর্শকের প্রাণঢালা ভালোবাসায় আমি সিক্ত। শত ব্যস্ততার মাঝেও শুধুই দর্শক আগ্রহের কথা বিবেচনা করে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে ঈদে ছোট পর্দায় নানা অনুষ্ঠান নিয়ে আসছি। বড় পর্দায় মুক্তি পেতে যাওয়া আমার অভিনীত ছবি দুটি দেখার জন্যও দর্শকদের প্রতি রইল আমার অনুরোধ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা।