চলচ্চিত্র, টিভি ও মঞ্চ অভিনয় শিল্পী রানু দাশ মঙ্গলবার রাতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। নাট্য পরিচালক জিএম সৈকতের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দশ লাখ টাকা অনুদান পেয়েছিলেন রানু দাশ। প্রেম প্রতিজ্ঞা, খোঁজখবর, সোনার সংসারসহ অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন। গতকাল যশোরে গ্রামের বাড়িতে রানু দাশের শেষকৃত্য সম্পন্ন হয়।