বলিউড অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর, এটা সবারই জানা। কিন্তু আপনি হয়তো জানেন সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর বৌমার কাছ থেকে কি আশা করেন। কি আর নবাবি পরিবাররে নবাবি আকাঙ্ক্ষা, তার বৌমা আরও গ্ল্যামারাস, আরও ‘সেক্সি’ হয়ে উঠুক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, তার শাশুড়ি শর্মিলা ঠাকুর চান যে তিনি সব সময় ‘গ্ল্যামারাস রোল’-এ অভিনয় করুন। যেমন, ‘দাবাং ২’-এর আইটেম নাম্বারে কারিনার ‘ঠমক’ শর্মিলার বিশেষ পছন্দ হয়েছে। তাকে সর্বদা এই রকম গ্ল্যামারাস ও সেক্সি দেখাক, এটা তিনি চান। এককালের বলিউড হার্টথ্রব শর্মিলা ঠাকুর কারিনার অভিনয়ের প্রেরণা। তিনি এককালের সেরা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি কেরিয়ার এবং পরিবারকেও সামলেছেন সমান দক্ষতায়। এটাই তার কাছ থেকে শেখার।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৫/মাহবুব