ঢের ঢের প্রেমিক বদলে অবশেষে ফ্রেঞ্চ ফুটবলার করিম বেনজেমার সঙ্গে গাটছড়া বেঁধেছেন পপ গায়িকা রিয়ান্না। চুটিয়ে প্রেম করছেন দু'জন। সি-বিচ থেকে মধ্যরাতে হোটেল বার- সবখানেই দেখা যাচ্ছে নতুন এ জুটিকে। চারিদিকে যখন রিয়ান্না-বেনজেমার প্রেমের গুঞ্জন তখন পপ গায়িকা এটাকে 'স্রেফ বন্ধুত্ব' বলেই জানালেন।
রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা এবং 'ডায়মন্ডস' গান খ্যাত রিয়ান্নার পরিচয় হয় গত ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে। এরপর গত কয়েক সপ্তাহ ধরে তারা ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
কিন্তু লুক ম্যাগাজিনের একটি একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২৭ বছর বয়সি রিয়ান্না তাদের বন্ধুদের বলছেন, বেনজেমার সঙ্গে সম্পর্ক তার সাবেক প্রেমিক ক্রিস ব্রাউন, ড্রেক এবং লিওনার্দ্রো ডিক্যাপ্রিও সঙ্গে সম্পর্ক থেকে একটু ভিন্ন। কারণ তিনি বেনজেমাকে প্রথমে ফোনকল এবং মেসেজের মাধ্যমে যাচাই করে নিতে চান।
রিয়ান্নার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 'রিয়ান্নার সঙ্গে অনেক পুরুষের সম্পর্ক হয়েছে। তবে বেনজেমা প্রথম ব্যক্তি যার সঙ্গে সম্পর্কের আগে তিনি সবকিছু যাচাই করে নিচ্ছেন। তাকে নিয়ে স্থায়ী কোন চিন্তা হয়ত রিয়ান্নার রয়েছে।'
তিনি আরো বলেছেন, 'রিয়ান্না সবাইকে বলছেন জীবনে এমন অভিজ্ঞতা তার আগে হয়নি। তিনি বেনজেমাকে একজন ভালো বন্ধু হিসেবেই মনে করেন। তার সঙ্গে সময়গুলো অনেক আনন্দের সঙ্গে পার হয়ে যায়।'
বিডি-প্রতিদিন/২৫ জুন ২০১৫/ এস আহমেদ