জামিল সাহেবের অফিসে চাকরি করেন পুষ্পিতা। বড় একটি কাজ পাওয়ার আশায় শহরের কুখ্যাত মাস্তান পার্থর সহযোগিতা নেয় জামিল সাহেব। টাকা নেয়ার জন্যে একদিন অফিসে আসলে প্রথমবারের মতো পুষ্পিতাকে দেখে পার্থ। এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে সমঝোতায় চলে যাওয়ার কারণে জামিল সাহেবের প্রতি ক্ষুদ্ধ হয় পার্থ।
তাই প্রতিশোধ নেয়ার জন্য পুষ্পিতাকে কিডন্যাপ করে। কিন্তু একি কাণ্ড! সময়ের ব্যবধানে কিডন্যাপার পার্থর প্রেমে পড়ে পুষ্পিতা। বিষয়টা জানার পর জামিল সাহেবের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ইজ নট ইক্যুয়াল।
রাশেদ রাহার রচনা ও পরিচালনায় এতে মাস্তানের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব আর পুষ্পিতার ভূমিকায় জেনি। ২৬ জুন, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
বিডি-প্রতিদিন/২৫ জুন ২০১৫/ এস আহমেদ