বেরসিক বৃষ্টিতে বিড়ম্বনায় পড়লো গার্লফ্রেন্ড। বাধ্য হয়েই বার বার শুটিং বন্ধ করে ছাতা বা গাড়ির মধ্যে খুঁজতে হলো আশ্রয়। কিন্তু শুটিং তো বন্ধ করা যাবে না। কারণ ঈদের বেশি দিন বাকি নেই। তাই একটু তাড়াহুড়ো করেই শুটিং করতে হচ্ছে নাট্য নির্মাতাদের। ২৫ জুন, বৃহস্পতিবার উত্তরার দিয়াবাড়িতে গার্লফ্রেন্ড শিরোনামের নাটকের দৃশ্যধারণ করছিলেন পরিচালক সকাল আহমেদ। বৃষ্টির কারণে থেমে থেমে চলেছে শুটিংয়ের কাজ।
এ নাটকে অভিনয় করছেন ইরেশ যাকের ও তিশা। সকাল থেকেই তারা শুটিংয়ে অংশ নিতে প্রস্তুতি নিয়েছেন অনেকবার। কিন্তু বৃষ্টির কাছে যেন নাটকের কলাকুশলীরা অসহায়।
‘গার্লফ্রেন্ড’ নাটকে ইরেশ যাকেরের চরিত্রটিও এমন অসহায়। তার কোনো প্রেমিকা নেই। যাকেই ভালো লাগে, প্রস্তাব দিতে যায়। মেয়েটা প্রেমে পড়বে কি! উল্টো তৈরি হয় বিরূপ পরিস্থিতি। হতাশ হতে হতে ইরেশ যখন ক্লান্ত, সিদ্ধান্ত নিয়েছে আর কাউকে বলবেই না ভালোবাসার কথা তখনই প্রেমের প্রস্তাব নিয়ে হাজির তিশা। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে নাটকের কাহিনি।
গার্লফ্রেন্ড শিরোনামের এ নাটকটি রচনা করেছেন- শাহ মো. নাঈমুল করিম। ঈদুল ফিতরে এসএ টিভিতে নাটকটি প্রচারিত হবে।
বিডি-প্রতিদিন/২৫ জুন ২০১৫/ এস আহমেদ