সংগীত ভুবনে অসংখ্য জনপ্রিয় গানের শ্রষ্টা গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী এবার গান লিখেছেন প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক কলম জাদুকর হুমায়ূন আহমেদকে নিয়ে। 'বড় ভাল আছি মাটির ভিতর/ তোরা কেউ জানলি না আমার সুখবর/ আমি ছিলাম মাটির ওপর/ এখন মাটি আমার ওপর'- এমন কথার গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল। গানটি মূলত তৈরি হয়েছে হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে।
শহীদুল্লাহ ফরায়জী বলেন, 'আমি হুমায়ূন আহমেদ স্যারকে খুব সম্মানের সঙ্গে স্মরণ করে গানটি লিখেছি। জীবিত অবস্থায় লাখো পাঠক, কোটি ভক্ত তৈরি করে গেছেন তিনি। আর মৃত্যুর পর আপামর জনগণকে কাঁদিয়েছেন। হুমায়ূন আহমেদ এখন চিরনিদ্রায় শায়িত। জীবিত অবস্থায় তার মুখোমুখি হওয়ার সুযোগ আমার কখনো হয়নি। ইদানীং মনে হচ্ছে দেখা হলে তার জীবনবোধকে বোঝার ও সাহিত্যের ব্যাপকতা জানার আরও সুযোগ আমার হতো।' তিনি আরও বলেন, 'আমি আর এসআই টুটুল একটি সিনেমার গান করছিলাম। টুটুল আমাকে আরও কিছু গান দিতে বলল। তখনই আমার চিন্তায় এলো হুমায়ূন স্যারকে নিয়ে একটি গান লিখে টুটুলকেই দেব। গভীর চিন্তায় যেন মগ্ন হয়ে গেলাম। হঠাৎ মনে হলো তিনি তো মাটির নিচেও ভালো আছেন। কারণ, এত অসংখ্য মানুষের ভালোবাসা যিনি পেয়েছেন, তার তো ভালো থাকারই কথা। তখনই হঠাৎ লিখে ফেললাম।'
টুটুল বলেছেন, 'চমৎকার কথার গান এটি। স্যারের ভক্তদের ভালো লাগবে।'