'ছোটকাকু ক্লাবে'র ঈদ উপহার
আজ দুপুর ২টায় চ্যানেল আই চত্বরে শিশুকিশোর সংগঠন 'ছোটকাকু ক্লাবে'র উদ্যোগে ১০০০ সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ বস্ত্র ও খাবার বিতরণ করা হবে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
এতে অতিথি থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ছোটকাকু চরিত্রের স্রষ্টা ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হায়দার আলী মিয়া, বিজ্ঞাপন ব্যক্তিত্ব সানাউল আরেফিন, বাচসাস সভাপতি আবদুর রহমান, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।
ছোটকাকু ক্লাব' সংগঠনটি শিশুর স্বাস্থ্য, শিক্ষাসহ শিশুদের কল্যাণে দেশব্যাপী নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
নাট্যধারার 'গররাজি কবিরাজ'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাট্যধারা প্রযোজিত নাটক 'গররাজি কবিরাজ'। মলিয়েরের বিখ্যাত এ কমেডি নাটকটি রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন আশীষ খন্দকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলক বসু, শামছুন্নাহার বিউটি, রফিকুল ইসলাম, তমাল, স্মরণ, আশরাফুন নাহার দিনা, রিয়াদ মাহমুদ, শামীমা আকতার মুক্তা এবং পলাশ।
লোক নাট্যদলের 'মাঝরাতের মানুষেরা'
লোক নাট্যদলের প্রযোজনায় আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে ভিন্নধর্মী গল্পের নাটক 'মাঝরাতের মানুষেরা'।
২০০০ সালে সাহিত্যে নোবেলজয়ী চীনা লেখক গাও সিং জিয়ান রচিত ও আবদুস সেলিম রূপান্তরিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকটির বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, জেবুন্নেসা সোবহান, জিয়াউদ্দিন শিপন, আজিজুর রহমান সুজন, মাসুদ সুমন, মাহাবুব রাব্বী তনয় প্রমুখ।
কাল 'শিখণ্ডি কথা'
কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায় প্রযোজিত নাটক 'শিখণ্ডি কথা'। আনন জামানের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন আশিকুর রহমান। আর এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মহাকাল নাট্যসম্প্রদায়ের নিয়মিত শিল্পীরা।
সুফিয়া কামাল ও জাহানারা ইমাম স্মরণ
জননী সাহসিকা সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমামকে আজ স্মরণ করবে মুক্তিযুদ্ধ জাদুঘর।
সকাল সাড়ে ১০টায় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণানুষ্ঠানে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের ওপর বক্তৃতা প্রদান করবেন সাংবাদিক আবেদ খান ও ব্যারিস্টার তুরিন আফরোজ।