আগামী বছর ঈদে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা 'রইস'। আবার একই দিনে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা 'সুলতান'। দুই ব্লকবাস্টারের ছবি একযোগে মুক্তি পেলে বক্স অফিস ক্ল্যাশের আশঙ্কা থাকেই। কিন্তু তার জন্য তিনি কিছুতেই ‘রইস’-এর মুক্তির তারিখ বদলাতে পারবেন না ছবির প্রযোজক রিতেশ সিধবানি।
অন্যদিকে, আদিত্য চোপড়ার প্রযোজনায়, আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’-এর শুটিং শুরু হবে নভেম্বরে। ছবিটিও মুক্তি দেওয়া হবে ওই ঈদে।
তবে, নিজের মধ্যে তারা সাধারণত সংঘর্ষ সবসময় এড়ানোর চেষ্টা করেন। তাছাড়া নিজেদের ছবির মুক্তির সময় নিয়ে খান-ত্রয়ের মধ্যে পছন্দের একটা ব্যাপার রয়েছে। যেমন সালমান খান ঈদ, শাহরুখ দিওয়ালি আর আমির ক্রিসমাস পছন্দ করেন।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৫/মাহবুব