সংগীতশিল্পী মেহরীন নিয়ে আসছেন তার সপ্তম একক অ্যালবাম। নাম রেখেছেন 'সপ্তম'। এটি প্রকাশ করছে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন। তাদের মিউজিক স্টেশনে অ্যালবামগুলোর গান শুনতে পাওয়া যাবে বলে জানালেন মেহরীন। অ্যালবামের নাম প্রসঙ্গে এ গায়িকা বললেন, 'অ্যালবামগুলোর সংখ্যা নিয়ে মাঝে মধ্যে একটু দ্বিধায় পড়ে যাই। সে কারণে এবার সংখ্যাকেই অ্যালবামের নাম চূড়ান্ত করেছি। আর সাত সংখ্যা দিয়ে এর প্রচ্ছদও করা হয়েছে। এটি ডিজাইন করেছেন দুবাইয়ের জনপ্রিয় সংগীতশিল্পী আকস। জানালেন, অ্যালবামে গান থাকছে ১০টি। এর সুর সংগীত করেছেন দেশ-বিদেশের বেশ কয়েকজন শিল্পী। ফ্রান্স ও দুবাইসহ বেশ কয়েকজন শিল্পী নতুন এ অ্যালবামে যুক্ত আছেন। আর এ কারণে শ্রোতারা অ্যালবামের শব্দশৈলীতে বিশেষত্ব পাবে বলে মেহরীনের বিশ্বাস।