শরীরী আবেদনে বলিউডে নজর কাড়লেও এখানকার জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে এতদিন অভিনয়ের সুযোগ পাননি সাবেক পর্নস্টার সানি লিওন। হিন্দি সিনেমার বড় স্টারদের সঙ্গে কাজ করার আগ্রহের কথা অনেকবারই জানিয়েছেন সানি। এবার সানির সেই স্বপ্ন সফল হচ্ছে বলে জানিয়েছে এক সংবাদ মাধ্যম। গোয়াতে নিজের টিভি শো'র শুটিংয়ের সময় অক্ষয় কুমারের সঙ্গে দেখা হয়েছিল সানির। ওই সময় অক্ষয়ও তার আগামী সিনেমা 'সিং ইজ ব্লিং'র জন্য গোয়াতে শুটিং করছিলেন। তখনই অক্ষয়ের টিম সানিকে এই সিনেমায় ক্যামিও রোলের প্রস্তাব দেন। অক্ষয়ের প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান সানি। নিজের ব্যস্ত শিডিউলের ফাঁকেই একদিন সময় বের করে অক্ষয়ের সঙ্গে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যান।