ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপরে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘এম. এস. ধোনি-দি আনটোল্ড স্টোরি’। আর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে সুশান্ত সিং রাজপুত। তবে অনুশীলনের সময় ধোনির হেলিকপ্টার শট দিয়ে গিয়ে চোটের শিকার হলেন সুশান্ত।
জানা গেছে, নিজেকে ধোনির জায়গায় বসানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন সুশান্ত। কয়েক মাসের লাগাতার পরিশ্রম শেষে সুশান্তকে যেন পুরো ধোনির মতই লাগে সে ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন তিনি। আর তাই ধোনির মতই ক্রিকেট ব্যাট হাতে মাঠে অনুশীলন করছেন সুশান্ত। কিন্তু ধোনির বিখ্যাত ‘হেলিকপ্টার শট’ খেলতে গিয়ে হঠাৎ করেই মেরুদণ্ডে চোট পেয়ে যান সুশান্ত।
ধোনির ওপরে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার শুটিং জুন মাসে শুরু হবার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে গিয়েছে। সিনেমাটির শুটিং এখন জুলাই মাসের মাঝামাঝি শুরু হবে।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব