নিলয়, উর্মিলা, তৃণ, মাশিয়াত, অনিক, রিপন, লিন্ডা, রবিন, সৌমি, রন, অর্নব, রাজিব, রাহিতকে নিয়ে এবারের ঈদের বিশেষ নাটক ‘এভাবে চলে যেও না’। সাইফুল ইসলাম মাননুর রচনা ও পরিচালনায় রাজধানীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নাটকটির দৃশ্যধারণ কাজ শেষ হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, সাজিদ আর সানজানা গত তিন বছর ধরে প্রেম করছে। এর মধ্যে প্রায় শতবার ব্রেকআপ করেছে সানজানা। আবার সেটাকে ঠিকঠাক করে নিয়েছে সাজিদ। এভাবেই একদিন তারা ইনগেইজমেন্ট সেরে ফেলে। মোটামুটিভাবে একটা পরিণতির দিকে এগিয়ে যায় সম্পর্ক। কিন্তু ঘটনাচক্রে সাজিদের সঙ্গে পরিচয় হয় নতুন এক সুন্দরী মেয়ে রিয়ানার। তারপর কি ঘটবে? তা দেখার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
নাটকটি নিয়ে নির্মাতা মাননু বলেন, ‘নাটকটি বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের সম্পর্কের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে। অনেক যত্ন করে কাজটি করেছি। এর আগে আমার ধারাবাহিক ‘চলো হারিয়ে যাই’ এর ছেলেমেয়েরাও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করছে। এ নাটকের চিত্রগ্রাহক নাভিদও অনেক ভালো কাজ করেছেন। সবমিলে ভালো একটি কাজ ঈদে উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, দর্শকরা আমার কাজটি পছন্দ করবেন।’
এ নাটকে সাজিদ, সানজানা ও রিয়ানা চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন নিলয়, তৃণ ও উর্মিলা শ্রাবন্তী কর। ‘এভাবে চলে যেও না’ নাটকটি এবারের ঈদে এনটিভিতে প্রচার হবে।
নাটকটি নিয়ে নিলয় বলেন, নাটকের গল্পে বেশ চমক রয়েছে। এখানে আমার চরিত্রের নাম সাজিদ। দুই মেয়ে ও আমাকে ঘিরে নাটকের গল্প এগিয়ে যায়। কাজ করে বেশ মজা পেয়েছি। আর মাননু ভাইয়ের কাজ মানেই ভিন্নকিছু। আর এটা তো ঈদের বিশেষ নাটক। তাই মনে হচ্ছে, দর্শকরা সারাবছর এ নাটকের কথা মনে রাখবে।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব