২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় ৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা সালমান খানের আবেদনের শুনানি ফের পিছিয়েছে। বোম্বে হাইকোর্ট আজ আপিল শুনানি পিছিয়ে ১৩ জুলাই নির্ধারণ করেছে। সালমানের অাইনজীবী আদালতের কাছ থেকে আরো সময় চাইলে আদালত শুনানি পিছাতে বাধ্য হন। তবে প্রসিকিউশন ডিফেন্সের বিপক্ষে শুনানি বিলম্বিত করার কৌশল অবলম্বনের অভিযোগ করেন। শুনানির জন্য আরো সময় চাওয়া সময়ক্ষেপণ করা ছাড়া আর কিছুই নয় বলে পাবলিক প্রসিকিউটর সন্দীপ সিন্ধে বিচারক এ আর জোশিকে বলেন। খবর দ্য হিন্দু
ওই মামলায় মুম্বাইয়ের একটি সেশন্স আদালত ৬ মে সালমানকে দোষী সাব্যস্ত করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে রায়ের বিরুদ্ধে বোম্বে হাই কোর্টে আবেদন করলে আদালত ওই রায় স্থগিত করে সালমানকে জামিন দেন। সেইসঙ্গে সালমানের পক্ষে করা রায়ের বিপক্ষে আবেদনের পূর্ণাঙ্গ শুনানি জুন মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন। পরে বোম্বে হাইকোর্ট তা পিছিয়ে আজ ১ জুলাই নির্ধারণ করেছিলেন। শেষ পর্যন্ত তাও পিছিয়ে ১৩ জুলাই নির্ধারণ করা হলো।
বিডি-প্রতিদিন/১ জুলাই ২০১৫/শরীফ