আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড সংগীতে লিজেন্ড। তাদের পথ ধরেই পরবর্তীতে গানে এসেছেন বালামরা। এরপর কণাদের পথচলা শুরু। আর কোনালদের পরিচিতি এই তো সেদিন। তাই চার শিল্পীকে চার প্রজন্ম বলা যেতে পারে। এবার এই চার শিল্পী একসঙ্গে একই গানে কণ্ঠ দিয়েছেন। আর গানটি করা হয়েছে ঈদের 'আনন্দমেলা' ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য। অন্যদিকে প্রথমবারের মতো বিটিভির ঈদের 'আনন্দমেলা' ম্যাগাজিন অনুষ্ঠানের টাইটেল গান করলেন আইয়ুব বাচ্চু। তার সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম, কণা, কোনাল এবং আইয়ুব বাচ্চু নিজে। গানের কথা হচ্ছে- 'টেকনাফ থেকে তেঁতুলিয়া জেগেছে প্রাণোৎসবে/ ঈদের খুশি ঘরে ঘরে মিলেছি আমরা সবে/নীল আকাশে মন বাতাসে, উড়ছে মেঘের ভেলা/সারা বাংলার কোটি জনতার, চলছে আনন্দমেলা।' গানটি লিখেছেন এমএস রানা। এরই মাঝে গানের রেকর্ডিং শেষ হয়েছে। একই সঙ্গে গানটির ভিডিওর শুটিং হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন লোকেশনে।
গান প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, 'এবারের ঈদ আনন্দমেলার আয়োজনে অনেক বৈচিত্র্য থাকছে, থাকছে চমৎকার সব আয়োজন। তাই এবারের অনুষ্ঠানের উপস্থাপক আবেদ ভাই [আবেদ খান] টাইটেল গানের কথা বলতেই সম্মতি জানিয়েছেন। প্রথমবারের মতো আনন্দমেলার টাইটেল গান করলাম। চেষ্টা ছিল একবারেই নতুন আঙ্গিকের একটি গান করার। গানের কথাগুলোও লেখা হয়েছে সেই ভাবনা থেকে। আর বালাম, কণা, কোনাল প্রত্যেকেই দারুণ গেয়েছে রক ধাঁচের এ গানটি।'
গানটি গেয়ে আনন্দিত অন্য শিল্পীরাও। বালাম বলেন, 'বাচ্চু ভাইয়ের সুরে তার সঙ্গে কণ্ঠ দিয়েছি। বিষয়টি আমার জন্য অবশ্যই খুব আনন্দের।' কণা বলেন, 'খুবই সুন্দর হয়েছে গানটি। গেয়ে তৃপ্তি পেয়েছি খুব।' আর কোনাল বলেন, 'আমার জন্য তো মেঘ না চাইতেই জল। বাচ্চু ভাইয়ের সুরে গেয়েছি, খুব খুশি লাগছে।'
এবারের 'আনন্দমেলা' উপস্থাপনা করছেন আবেদ খান, প্রযোজনা ও পরিচালনায় মাহাফুজা আক্তার। শিল্প নির্দেশনায় মো. সেলিম। সমন্বয় করছেন এমএস রানা। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের রাতে বিটিভিতে।