প্রতিযোগী বলতে টেইলর সুইফট আর ব্যান্ড দল ওয়ান ডিরেকশন। তাদের চেয়ে বেশি আয় করে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তালিকায় এক নম্বর আসনটি দখল করে নিলেন কেটি পেরি। ম্যাগাজিনটির চলতি সংখ্যার 'হায়েস্ট পেইড সেলিব্রেটি' হয়েছেন তিনি। তবে সামগ্রিক বিনোদনের জগতের বিচারে কেটির অবস্থান তিন নম্বরে। তার উপরে রয়েছে বক্সার ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াওয়ে। এ বছর ৩০ কোটি ডলার আয় করে এন্টারটেইনারদের মধ্যে সবার উপরে আছেন ম্যানি। জুন ২০১৪ থেকে জুন ২০১৫ পর্যন্ত কেটি পেরির আয় ছিল সাড়ে ১৩ কোটি ডলার! আর এর নেপথ্যে রয়েছে প্রিজম্যাটিক ওয়ার্ল্ড ট্যুরের মেগা সাফল্য। চতুর্থ অবস্থানে আছে বয়ব্যান্ড ওয়ান ডিরেকশন। তাদের আয় সাড়ে ৯ কোটি ডলার। অন্যদিকে '১৯৮৯' অ্যালবামটির সুবাদে ৮ কোটি ডলার আয় করে তালিকায় আট নম্বর অবস্থানে আছেন টেইলর সুইফট।
গায়িকাদের মধ্যে শীর্ষে থাকতে পেরে আনন্দিত কেটি নিজেও। তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কেটি সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন। ভক্তরা তার গান শুনছে, পয়সা খরচ করছে। আর এতে একজন শিল্পী হিসেবে তিনি যথেষ্ট খুশি। কারণ প্রতিযোগিতা বলতে একটা বিষয় আছে। সেই প্রতিযোগিতায় কেটি সবাইকে পেছনে ফেলেছে। এটাই তো চেয়েছিলেন তিনি। ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখতে চান এই বিখ্যাত শিল্পী।