শাকিব খান ও ববি একসঙ্গে ঈদের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বেশ কিছু সফল সিনেমার এই জুটিকে দেখা যাবে আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান 'ঈদ আনন্দ আড্ডা'তে। অনুষ্ঠানে শাকিব খান কথা বলবেন অভিনয়, সিনেমার ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে। বিয়ে প্রসঙ্গে শাকিব খান বলেন, 'বিয়ে তো করতেই হবে। মেয়ে দেখা চলছে। আগামী দু'বছরের মধ্যে বিয়ে করব। এ দু'বছরের মধ্যে বউকে নিয়ে অনুষ্ঠানে আসব'। অন্যদিকে ববি বলেন, 'সিনেমা নিয়েই আমার স্বপ্ন। সিনেমাকে নিয়েই আমার যাপিত জীবন আপাতত পার করতে চাই। সামনে আমার আরও চমকপ্রদ কাজ আসছে।'
অভিনেত্রী মাহমুবা ইসলাম সুমীর উপস্থাপনা ও শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি এরই মাঝে রেকর্ড হয়েছে।