প্রথমবারের মতো দ্বৈত গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী তাহসান ও বাঁধন সরকার পূজা। 'অনুভবে তুমি' শীর্ষক স্যাড-রোমান্টিক গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর-সংগীতায়োজন করেছেন তাহসান। সম্প্রতি তাহসানের নিকেতনস্থ স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদের অন্যতম বড় চমক হিসেবে তাহসান ও পূজার এই গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। তবে শুধু অডিওতে নয়, এই গানটি একটি ব্যয়বহুল মিউজিক ভিডিওর মাধ্যমেও প্রকাশ পাবে। তাহসান এখন পর্যন্ত খুব কম সংখ্যক দ্বৈত গানেই কণ্ঠ দিয়েছেন। বিশেষ করে এই সময়ে গান খুবই বেছে বেছে করছেন তিনি। পাশাপাশি অভিনয় নিয়েও বেশ ব্যস্ত এ তারকা। অন্যদিকে পূজাও ঈদে হাতেগোনা কয়েকটি গানই করেছেন। তবে তাহসানের সঙ্গে তার এই দ্বৈত গানটিই এবারের ঈদে বড় চমক। এর মাধ্যমে পূজা প্রায় দীর্ঘ এক বছর পর তাহসানের সঙ্গে তার নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন। তাহসান ও পূজাকে বেশ অন্যরকমভাবে উপস্থাপন করা হবে এখানে। তাহসান বলেন, 'ভয়েস দেওয়ার সময় মনে হলো চমৎকার গলা ওর। আর গানটিও দুজনের কণ্ঠ অনুযায়ী তৈরি করেছি। এর কথাও অসাধারণ। ঈদে বেশ কয়েকটি গান করছি, তার মধ্যে 'অনুভবে তুমি' অন্যতম।'