দু'জনই বিতর্কিত তাদের নানা কর্মকাণ্ডে। দু'জনই দর্শকের মনে জায়গা নিতে অস্ত্র হিসেবে ব্যবহার করেন শরীরী উত্তাপ। আর তাই প্রতিযোগিতার ময়দানে একে অন্যের প্রতিপক্ষ। কথা হচ্ছে বলিউডে অল্প সময়ে অবস্থান গড়ে তোলা সাবেক পর্নো তারকা সানি লিওন ও রাখি সাওয়ান্তের। এ দু'জন এখন শুধু শরীরী উত্তাপের জন্যই বলিউডে আলোচিত নয়, আলোচিত তাদের দু'জনের মধ্যে ঝগড়া নিয়েও। এই দুই আলোচিত সুন্দরী নিজেদের মধ্যে ঝগড়ায় মেতেছেন।
এর সূত্রপাত ঘটান রাখী। জান বিগডেলা-র শুটিং চলাকালীন এক সাংবাদিক রাখীকে সানি লিওন সম্পর্কে প্রশ্ন করতেই রেগে যান তিনি। রাখীর কথায়, বলিউড তো সানির প্রতি দরদ দেখাচ্ছে। ওকে অনেক জামাকাপড় পরিয়ে সভ্য-ভদ্র দেখানো হচ্ছে। আসলে আমরা তো মাজসেবা করছি।
সেই সঙ্গে সানির সঙ্গে তুলনায় আপত্তির কথা জানিয়ে রাখী বলেন, নিজের প্রতিভা দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। তাকে প্রাপ্তবয়স্কদের সিনেমা করতে হয়নি।
তার এমন মন্তব্য কার্যত সানিকে অপমান করারই সামিল! আর সানি লিওনও তার সম্পর্কে করা মন্তব্যকে ভালো ভাবে নেননি। মিডিয়ার মাধ্যমে তিনি রাখীকে এক হাত শুনিয়ে দিয়েছেন।
রাখীর মন্তব্যকে পাত্তা না দেওয়ার কথা জানিয়ে তাকে অপেশাদার বলে অভিহিত করেছেন। সানি বললেন, 'আমার কাছে রাখীর কথাগুলো পুরোপুরি ইউজলেস।'
সানি আরো বলেন, 'আমি ভালো কাজ করতে এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি আমার কাজের প্রতিই মনোযোগী হতে চাই। কারও বাজে কথায় কান দেওয়ার সময় বা ইচ্ছা কোনোটিই আমার নেই।'
এই দুই সুন্দরীর তর্ক যুদ্ধ বলিউডে এখন হট কেক। এটা দেখে দারুণ মজা পেয়েছে মিডিয়া। তারাও এ দুজনকে নিয়ে তৈরি করছে নানান গুজব।
বিডি-প্রতিদিন/২ জুলাই ২০১৫/ এস আহমেদ