বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের তথ্য বেরিয়েছে এরই মধ্যে। আর তাই পুরো বিষয়টি পরিষ্কার হতে যোগাযোগ করা হয় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তারা জানান, নায়করাজ এখনো শঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা। একই সঙ্গে তারা এও জানান, নায়করাজ শঙ্কামুক্ত কিংবা তিনি সুস্থ হয়ে উঠছেন বলে যে খবরগুলো প্রকাশ করা হচ্ছে তা আদৌ সত্য নয়। তাই চিকিৎসকরা নায়করাজের সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন। নায়করাজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেন ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডিপার্টমেন্টের প্রধান ডা. শাগুফা আনোয়ার। তিনি বলেন, 'নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থা আমরা অস্থিতিশীল বলছি। কারণ বর্তমানে তার হার্ট কাজ করছে ৩৫%। হার্টে পাম্প করার ক্ষমতা কমে যাচ্ছে ধীরে ধীরে। যার ফলে ফুসফুসে পানি জমে যাচ্ছে। ফুসফুসে একটি ইনফেকশন আছে যার কারণে ফুসফুসটি সংকোচিত হয়ে যাচ্ছে। এ ছাড়া বয়সের কারণে তার শরীরে ঔষধ কাজ করছে না ঠিকমতো। এরসঙ্গে যোগ হয়েছে নিউমোনিয়া ও ডায়াবেটিস সমস্যা। এ কারণে তাকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে আমরা ওষুধের মধ্য দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করছি। এর জন্য আমরা তাকে শঙ্কামুক্ত বলতে পারছি না।' এদিকে নায়করাজের ছোট ছেলে অভিনেতা সম্রাট গতকাল দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার বাবা এখন অনেক ভালো। তার ভেন্টিলেটর এবং লাইফসাপোর্ট খুলে নেওয়া হয়েছে। সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে।'
সম্রাটের এ স্ট্যাটাসের পর আবার যোগাযোগ করা হয় ডা. শাগুফা আনোয়ারের সঙ্গে। কিন্তু তিনি মিটিংয়ে ছিলেন বলে এসএমএস করে জানান। তাই তার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি।
নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট সার্বক্ষণিকভাবেই বাবার পাশে থাকছেন। যারা নায়করাজকে দেখতে যাচ্ছেন তাদের সহযোগিতা করছেন। রাজ্জাকের অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে আসছেন সহশিল্পী উজ্জল, ফারুক, আলমগীর, চম্পা, নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকেই। তারা নায়করাজের দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলেন। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাকের জ্ঞান ফিরেছে আরও দুই দিন আগে। আপনজনদের তিনি চিনতে পারছেন। ইশারায় কথা বলছেন। সবার কাছে দোয়া চাইছেন। সম্রাট বলেন, 'সবার দোয়ায় আব্বা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আমরা দোয়া চাই যাতে আব্বা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন'।
নায়করাজের অসুস্থতা তার ভক্তদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। একইসঙ্গে শোবিজ পাড়ার মানুষও বেশ উদ্বিগ্ন তার অসুস্থতায়। সবাই সামাজিক যোগাযোগ সাইটগুলোতে নিয়মিত প্রার্থনার বাণী ছড়িয়েছেন। কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হওয়ায় সবাই বিষয়টি নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু সবাই নায়করাজের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।