'ইত্যাদি' মানেই চমক এবং নান্দনিক মান। আর 'ইত্যাদি'র গান ও নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। তাই প্রতিবারই চেষ্টা করা হয় গানের বিষয়, কথা, মিউজিক কিংবা নাচের মিউজিক, মুদ্রা, চিত্রায়ণ সর্বোপরি শিল্পী নির্বাচনে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি রয়েছে। এবার একই সঙ্গে গান এবং নাচের আয়োজনে আছে-প্রজন্ম যমকের চমক। অর্থাৎ সংগীত তারকা সাবিনা ইয়াসমিন এবং তার কন্যা বাঁধন এবং নৃত্য তারকা মৌ ও তার কন্যা পুষ্পিতাকে এই প্রথম একসঙ্গে দেখা যাবে 'ইত্যাদি'র মঞ্চে। সাবিনা ইয়াসমিন ও তার কন্যা গাইবেন আর সেই গানের সঙ্গে মৌ আর তার কন্যা পুষ্পিতা নাচবেন। সব সময় যে ধরনের নাচ ও গানের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত এই গানটি এবং নাচটি তার চেয়ে ব্যতিক্রমী। মিউজিক এবং নাচের মুদ্রায় গানের সঙ্গে নাচের এক অপূর্ব সমন্বয় করা হয়েছে। 'সপ্ত স্বরের শিখা আমি, নতুন আলো জ্বেলে দিলাম'_ মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। যৌথভাবে নৃত্যটি পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী বেবী ও সাদিয়া ইসলাম মৌ। নৃত্যে মৌ ও পুষ্পিতার সঙ্গে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের একদল নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। ফাগুন অডিও ভিশন জানায়, এবারের ঈদে মা এবং কন্যার এই নাচ-গান দর্শকদের অনেক আনন্দ দেবে।