আজ সম্প্রচারের একযুগ পূর্ণ করছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি। 'সময়ের সাথে আগামীর পথে' স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। ঠিক পরের বছর ১ জানুয়ারি থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে এনটিভি। শুরু থেকেই ভিন্নধর্মী অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে চ্যানেলটি। ধারাবাহিকভাবে গুণগত মান ধরে রাখায় দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই সর্ব প্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর অর্জন করে আইএসও সনদ। যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ১২টা ০১ মিনিটে সুধীজনদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। এ ছাড়া সকাল ৯টায় কারওয়ান বাজারে অবস্থিত এনটিভির কার্যালয় থেকে বের হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, শেষ হবে শাহবাগে।