বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর সব সময় খোলামেলাভাবেই প্রাণীর প্রতি নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তাদের বাড়িতে দুটি পোষা কুকুরও রয়েছে, যাদের কারিনা নিজে দেখভাল করেন। মাঝে মধ্যে শুটিং স্পটেও এদের নিয়ে হাজির হন তিনি। মোদ্দাকথা কারিনার অতীব আপনজনে পরিণত হয়েছে এখন এ দুটি কুকুর। তবে সম্প্রতি নিজের একটি কুকুরের সঙ্গে হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর তুলনা করে বেশ বিতর্কের মুখে পড়েছেন কারিনা কাপুর। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কিন্তু কারিনা করেছেন এমনটাই। তার মতো শীর্ষ একজন অভিনেত্রীর মুখ থেকে এমন কথা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারিনার দুটি কুকুরের মধ্যে একটির নাম হলো এলভিস। আর অন্য কুকুরটি সোনাক্ষি সিনহা উপহার হিসেবে দিয়েছেন কারিনাকে। আর এই কুকুরটির নাম কারিনা রেখেছেন লিও। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হওয়ার পর নাকি কারিনা এ কুকুরটির নাম রেখেছেন। কারণ এ কুকুরের সঙ্গে ডিক্যাপ্রিওর সাদৃশ্য খুঁজে পান তিনি। সম্প্রতি এ কুকুরের নামের রহস্য উন্মোচন করতে গিয়ে একটি সাক্ষাৎকারে কারিনা বলেন, আমার দুই কুকুর কিন্তু বান্দ্রার মহা তারকা। সবাই তাদের চেনেন। এর মধ্যে লিও আমাকে উপহার দিয়েছে সোনাক্ষি। তবে তার নাম আমি রেখেছি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হওয়ার পর। কারণ আমার কুকুর লিওনার্দো ডিক্যাপ্রিওর মতোই কিউট। তাদের দুজনকে আমার কাছাকাছি মনে হয়। আমি ওকে খুব আদর করি।
কারিনার এমন কাণ্ড ভারতজুড়ে তো বটেই, বিশ্বব্যাপীও ছড়িয়ে পড়ছে। যারা ক্যাপ্রিওর ভক্ত তারা ক্ষিপ্ত হয়ে উঠছেন। কিন্তু বিষয়টি নিয়ে অহেতুক উত্তেজনা পরিহার করতে বলেছেন কারিনার ঘনিষ্ঠজনরা।