পর্দায় তাদের কেমিস্ট্রিতে মেতে ওঠে দর্শক। আর দর্শকের মুখে হাসি ফোটাতে তাদের কম পরিশ্রম করতে হয় না। এমনকি সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করাকেও তারা হাসিমুখেই মেনে নেন। নাহ, এ কোনো কথার কথা নয়। টানা এই কাজের কথা জানাচ্ছেন টলিপাড়ার অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী স্বয়ং।
এই মুহূর্তে শ্রাবন্তী কাজ করছেন বিরসা দাশগুপ্তর ছবিতে। ছবিতে তার বিপরীতে আছেন টলিউড হার্টথ্রব দেব। টানা কাজ আর তাই বিরতি নেই। শ্রাবন্তী জানিয়েছেন, সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত শুটিং করে চলেছেন তারা। দর্শকের মনোরঞ্জন করতে এভাবেই নিজেদের এনার্জি ধরে রাখেন। ফ্যানদের সে কথা জানিয়ে শ্রাবন্তী টুইটও করেছেন। তার টুইটের প্রতিক্রিয়াতে দেবও জানিয়েছেন, বেস্ট টিমের সঙ্গে কাজ করা সবসময়ই মজার। শ্রাবন্তীর সঙ্গে কাজ করা যে তিনি চুটিয়ে উপভোগ করছেন সে কথা জানিয়েছেন। খুনসুটি করে শ্রাবন্তীর সঙ্গে তোলা সেলফিকে বুনিপের সঙ্গে তোলা বলে মজাও করেছেন। তারা ছায়ার জগতের মানুষ। তবে ছায়াছবির দুনিয়াকে গ্ল্যামারে ভরিয়ে দিতে নেপথ্যের পরিশ্রমটা আমরা অনেকসময়ই খেয়াল করি না। দেব-শ্রাবন্তী ধরিয়ে দিলেন তাই-ই।