মাহফুজ আহমেদ, অপি করিম এবং তৌকীর আহমেদ_ তিন জনপ্রিয় মুখ। কিন্তু একসঙ্গে তারা তিনজন কখনো অভিনয় করেননি আগে। সম্প্রতি তারা এক হয়েছেন ক্যামেরার সামনে। রুম্মান রশীদ খানের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'কেমন আছো তুমি' শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালায়।