শুরু হচ্ছে ক্যালিগ্রাফি প্রদর্শনী
বাংলাদেশ ক্যালিগ্রাফি গিল্ডের আয়োজনে আজ শিল্পকলায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী '২য় ক্যালিগ্রাফি' প্রদর্শনী। একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে এই ক্যালিগ্রাফিগুলো।
আগামী ৯ জুন শেষ হবে সপ্তাহব্যাপী এই ক্যালিগ্রাফি প্রদর্শনী।
আজ 'উর্ণাজাল'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে বাতিঘর প্রযোজিত নাটক 'উর্ণাজাল'। বাকার বকুল রচিত ও নির্দেশিত এই নাটকটিতে অভিনয় করবেন বাতিঘর নাট্যদলের নিয়মিত শিল্পীরা।
'ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'
৭ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে বটতলা প্রযোজিত নাটক 'ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'।
অভিনয় করবেন পংকজ মজুমদার, তৌফিক হাসান ভুঁইয়া, কাজী রোকসানা রুমা, শমসের, হালিমা, সামিনা লুৎফা নিত্রা, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, আবদুল কাদের, ইমরান খান মুন্না, শামীমা শওকত লাভলী প্রমুখ।
বেঙ্গল শিল্পালয়ে আজ সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি প্রবর্তন অনুষ্ঠান
বেঙ্গল শিল্পালয়ে আজ বিকালে সুবীর চৌধুরী প্র্যাকটিস গ্র্যান্ট ২০১৫/১৬ এর ঘোষণা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য রাখবেন চিত্রকর রফিকুন নবী। সুবীর চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করবেন শিল্পী ফরিদা পারভীন।
বাংলাদেশে বসবাসকারী ৩৫ বছরের কম বয়সী প্রতিশ্রুতিশীল, সক্রিয় ও উদীয়মান শিল্পী বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির মূল্যমান দুই থেকে চার লাখ টাকা এবং তা ২০১৫/১৬ সময়কালের জন্য প্রদান করা হবে। যাচাই- বাছাইয়ের পর এ বছর অক্টোবরে বৃত্তিপ্রাপ্ত শিল্পীর নাম ঘোষণা করা হবে। বৃত্তি লাভ করে শিল্পী যে শিল্পকর্ম তৈরি করবেন তা আগামী ফেব্রুয়ারি ২০১৬-এ প্রদর্শন করা হবে।
গত বছরে ৩০ জুন পরলোকগমন করেন বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।
প্রায় চার দশকের কর্মজীবনে বাংলাদেশের চারুকলা চর্চা ও এর বিস্তারে নবীনদের সৃজন এবং চারুশিল্পীদের জন্য দেশে ও বিদেশে নানাবিধ সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে সুবীর চৌধুরী [১৯৫৩-২০১৪] ছিলেন নিবেদিতপ্রাণ। তার সম্মানে এই বৃত্তি প্রদান করা হয়।