মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী-সংসদ সদস্য হেমামালিনী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজস্থানের দৌসায় ১১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে সোনম নামে ৪ বছরের একটি শিশুকন্যা।
জানা যায়, হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল হেমামালিনীর মার্সিডিজ গাড়ি। পাশের রাস্তা ধরে ঠিক সেই সময়েই জাতীয় সড়কে উঠছিল একটি অল্টো গাড়ি। চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো যায়নি। অল্টো গাড়িতে ছিল সোনম ছাড়াও একটি শিশু এবং দুই নারী। গাড়িটির চালকের আসনে ছিলেন শিশু সোনমের বাবা।
এদিকে, দুর্ঘটনায় কপাল ফেটে গেছে হেমামালিনীর। পা ও পিঠে আঘাত পেয়েছেন। তার কপালে সেলাই পড়েছে। সিটি স্ক্যানও করা হয়েছে। অবস্থা স্থিতিশীল। আর তার গাড়িচালকের বিরুদ্ধে এফআইআর হয়েছে।
প্রসঙ্গত, ২০০০ সালের ১১ জুন এই দৌসা এলাকাতেই পথ দুর্ঘটনায় মারা যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা রাজেশ পায়লট।
বিডি-প্রতিদিন/ ০৩ জুলাই, ২০১৫/ রশিদা