প্রায় চার মাস পর দেশে ফিরলেন রুহি ও মনসুর আলী। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লন্ডনে যান এই দম্পতি। এরই মাঝে বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বিচরণ ঘটে তাদের। এছাড়া যুক্তরাজ্যের একটি বিজ্ঞাপনে কাজ করেন রুহি। ইতোমধ্যে বৃটেনের বেশ কয়েকটি চ্যানেলে বিভিন্ন ভাষায় এটি প্রচারিত হচ্ছে।
অন্যদিকে, লন্ডনে যাওয়ার আগে দীপু সেকান্দারের নির্দেশনায় একটি ভোজ্য তেলের কাজ করে যান রুহি। এটি বর্তমানে দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে।
গত বছর রুহি অভিনীত 'সংগ্রাম' ছবিটি দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এটি ছিল তার প্রথম ছবি। আর পরিচালনা করেছিলেন মনসুর আলী খান। এতে রুহির অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়। এরপর মুক্তি পায় 'জিরো ডিগ্রি' এবং ওপার বাংলার 'গ্ল্যামার'।
চলতি বছর বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে রুহির। শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন মনসুর আলীর পরবর্তী ছবির অভিনয়ে। সবকিছু ঠিক থাকলে ছবিটির নাম হতে পারে 'সিনেমা'।
গতকাল রাতে দেশে ফেরার পর বাংলাদেশ প্রতিদিনকে রুহি বলেন, "এখন থেকে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিয়মিত হবো। বেশ কয়েকটি কাজের প্রস্তাবও রয়েছে হাতে। দেখেশুনে ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে চাই।"
বিডি-প্রতিদিন/ ০৩ জুলাই, ২০১৫/ রশিদা