বাংলাদেশে সিক্যুয়েল নির্মাণের রীতি নেই বললেই চলে। এমনিতেই ছবি ঠিকঠাক মতো লগ্নি ফেরত পায় না, তাই সিক্যুয়েল নির্মাণের প্রশ্নই ওঠে না। কিন্তু বিগত দু'তিন বছর চিত্রটা একটু ভিন্ন। চলচ্চিত্রে নতুন এক নায়িকা এসে সবাইকে সাবলীল অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। বিনিময়ে পেয়েছেন একের পর এক হিট ছবি। আর এ তালিকায় 'অগ্নি' শীর্ষেই রয়েছে। মাহি এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। একেবারে অ্যাকশন অভিনেত্রী। পুরো ছবি জুড়ে করেছেন ঢিশুম ঢিশুম। মাহীকে ভিন্নরূপে পেয়ে সবাই ব্যাপক আনন্দই পেয়েছেন। তাই তখনই ঘোষনা আসে, 'অগ্নি টু' নির্মিত হবে। যাকে কেন্দ্র করে 'অগ্নি' নিংসন্দেহে 'অগ্নি টু'তেও তিনিই থাকবেন- এটাই স্বাভাবিক। হ্যাঁ, মাহিকে নিয়েই 'অগ্নি টু' নির্মিত হয়েছে। কিন্তু বদল হয়েছে নায়ক। আরেফিন শুভর পরিবর্তে মাহীর বিপরীতে আছেন ওম। কিন্তু নির্মাতা সেই ইফতেখার চৌধুরীই।
'অগ্নি টু' নিয়ে উচ্ছসিত মাহি নিজেও। তিনি বলেন, 'ছবিটি খুবই যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে। একেবারেই অন্যরকম। অ্যাকশন বলতে যা বুঝায়, দর্শক তার পুরোটাই পাবে।' তবে কি 'অগ্নি'তে অ্যাকশন কম ছিল? এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, 'না তা নয়। দুটি ছবির গল্প প্রায় কাছাকাছি। কিন্তু এবারের ছবিতে অ্যাকশন একটু বেশি। লোকেশনেও বেশ বৈচিত্র রয়েছে। দর্শখ দেখে বেশ উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।'
এবারের ঈদেই মুক্তি পাচ্ছে 'অগ্নি টু'। পাশাপাশি আছেন আরও বেশ কয়েকটি ছবি। এর মধ্যে শাকিব খানের ছবিও রয়েছে। তবুও আশাবাদী মাহি। তিনি বলেন, 'অগ্নি দেখে যারা মুগ্ধ হয়েছিলেন, তারা আবার আসবেন পার্ট টু দেখতে। আর এ দিক থেকেই আমরা এগিয়ে আছি অন্যান্য ছবি থেকে।'
'অগ্নি টু' ছবির জন্য কম কষ্ট করতে হয়নি মাহিকে। ছবির শুটিংয়ের আগে থাইল্যান্ডে গিয়ে তিনি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের প্রশিক্ষনও নিয়েছেন। নিজেকে প্রস্তুত করেছেন আগের থেকেও বেশি কঠোরভাবে। নারীর মধ্যে যে কোমলতা আছে, সেটা ভুলে হয়েছেন পুরোপুরিই অ্যাকশন লেডি।
এদিকে মাহির বিপরীতে ওম হবে দ্বিতীয় ভারতীয় নায়ক। এর আগে তিনি অংকুশের বিপরীতে অভিনয় করেছেন 'রোমিও ভার্সেস জুলিয়েট' ছবিতে। অংকুশ বংলাদেশী দর্শকের কাছে সুপরিচিত হলেও ওম সেটা নন। কিন্তু মাহির মতে, ওম অ্যাকশন ছবির জন্য অনেক মানানসই। ওম নতুন অভিনেতা হলেও তার সঙ্গে অভিনয় করে বেশ মজাই পেয়েছেন মাহি। দু'জনের কেমিস্ট্রি নাকি জমেছিল খুব।