র্যাম্প, মডেলিং, ছোট ও বড় পর্দা পাড়ি দিয়ে দেশের বাইরেও কাজ করে চলেছেন তিনি। থেমে নেই তার পথচলা। যার কথা বলছি তিনি আর কেউ নন- জান্নাতুল ফেরদৌস পিয়া। গত এক বছরে তার এ কাজের মাত্রা আরও বেগবান হয়েছে। বর্তমানে একটি ট্র্যাভেল শো'র শুটিংয়ের জন্য কম্পোডিয়ায় অবস্থান করছেন দেশের অন্যতম আবেদনময়ী এই মডেল। এরই মাঝে বেশ কয়েকটি নাটকের অভিনয় তিনি শেষ করেছেন। যা প্রচার হবে এবারের ঈদে। এছাড়া সুপার মডেল নামে আরও একটি নাটকে কাজ করেছেন যেখানে অনেকটাই পিয়ার আত্দজীবনীর ছায়া পাওয়া যাবে। এদিকে শরৎ চন্দ্রের 'দেবদাস'র ছায়া অবলম্বনে ইমরাউল রাফাত নির্মাণ করছেন ঈদের বিশেষ টেলিফিল্ম 'আবারো দেবদাস'। এতে চন্দ্রমুখীরুপী চাঁদনী চরিত্রে পিয়াকে দেখা যাবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, যদিও কাহিনীটি সবার চিরচেনা, তারপরও এ টেলিফিল্মটি আরও একবার সবার মনে দাগ কাটবে বলে আমার প্রত্যাশা। এছাড়া নিজের নামের প্রতি সুবিচার করে আবারও একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া।
ছিটমহল নিয়ে তৈরি হওয়া এই ছবিটির কাজ শুরু হবে আগামী অক্টোবরে। এইচ আর হাবিবের পরিচালনায় এতে পিায়াকে দেখা যাবে রেণু বালা চরিত্রে। যেখানে ভিন্নভাবে উপস্থাপন করা হবে তাকে। সাদা আট পৌঢ়ে শাড়িতে জড়ানো থাকবে তার দেহ। এ ছবিতে আরও রয়েছেন ডন,
শিমুল খান ও মৌসুমী হামিদ প্রমুখ। ছবি প্রসঙ্গে পিয়া বলেন, অনেক দিন পর একটি ভালো কাহিনী পেলাম। চেষ্টা করব অভিনয়ের
সেরাটা ঢেলে দিতে।
অন্যদিকে তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর তারেকের গানের ভিডিও 'ঝুম বরষায়' সম্প্রতি মডেল হন পিয়া। ইতোমধ্যে ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। শীগগীরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে এটি। একটু ভিন্নভাবে পিয়াকে উপস্থাপন করা হয়েছে এখানে।
সামনের দিনগুলোতে আরও ব্যস্ত হয়ে উঠবেন পিয়া। আগামী জুলাইতে ইটালীর মিলানে একটি ফটোশুটে অংশ নিবেন। আর আগস্টে পিয়া অংশ নিবেন মুম্বাই ও কেরালার কয়েকটি প্রোগ্রামে।
সব মিলিয়ে পিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে।
তার এই পথচলা আরও বেগবান হোক এটাই এখন সবার প্রত্যাশা।