বলিউডে জোর আলোচনা- কারিনা কাপুর এবার ট্রাম্পকার্ড ছাড়বে। ওভার ট্রাম্প হলেই শেষ।
মানুষ ট্রাম্পকার্ড ছাড়ে জীবনের কঠিনতম মূহুর্তে। তবে কি কারিনার ক্যারিয়ারের কঠিনতম দিন চলে এলো! এই তো সেদিনও কারিনা মানেই বিশাল ব্যাপার। তাহলে এত তাড়াতাড়ি কেন পতনের সুর বেজে উঠলো! সবাই বলছে, কারিনার শেষ চমক 'বজরঙ্গী ভাইজান'। যদি ছবিটি ফ্লপ হয়, তবে কারিনার সফলতায় চিরতরে নাকি ফুলস্টপ পড়বে। অথচ এই কারিনাই সব খানদের বিপরীতে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। একসময় বলা হতো, খানদের বিপরীতে কারিনা মানেই সুপার হিট! হায়, রূপালি জগত তবে এতই নিষ্ঠুর! নায়িকা মানেই ক্ষনিকের ক্যারিয়ার, ম্যারাথন দৌড় শুধু নায়কদের জন্যই!
আসছে ঈদে সালমান খানের বিপরীতেই আসছেন কারিনা। তাই কারিনা ভক্তরা বুকে আশা বাঁধতেই পারেন। সফলতার সুযোগ অনেক বেশি। আর যদি সেটি হয়, তবে কারিনা বিরোধীদের মুখে চুন-কালি।
'বাজরাঙ্গি ভাইজান' ছবিতে কারিনার চরিত্রের দৈর্ঘ্য বেশি নয়। কারন কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শিশু অভিনেত্রী হারশালি মালহোত্রা। এতে ভারতে হারিয়ে যাওয়া পাকিস্তানি শিশুর চরিত্রে অভিনয় করেছেন হারশালি, যাকে নিজ দেশে ফিরিয়ে দেয়ার প্রতিজ্ঞায় শুরু হয় সালমানের অভিযান। সিনেমায় কারিনার পর্দা উপস্থিতি ১০-১৫ মিনিটের বেশি নয় বলে জানিয়েছে সূত্রটি।