ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'সুর বিচিত্রা'। অনুষ্ঠানটি গ্রন্থনা, নির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করেছেন আদনান বাবু। উপস্থাপনায় থাকছেন তানিশা।
'সুর বিচিত্রা' অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি, ফেরদৌস ওয়াহিদ, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, হায়দার হোসেন, আদনান বাবু, আরেফিন রুমি, লিজা,পড়শী, শফিক তুহিন, তপু, নওরিন, খায়েম আহমেদ, নির্ঝর, প্রিতম হাসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রশিদা