প্রথম বারের মত একসাথে প্রত্যয় খানের সাথে ক্লোজআপ ওয়ান তারকা লিজা’র প্রথম মিউজিকক ভিডিও। সম্প্রতি বান্দরবানে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘তুমি চাইলে আনতে পারি’ শিরোনামে গানটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওর জন্য গানটি লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। আর গানটিতে মডেল হয়েছেন ঐশিক শামীম ও তিনা।
এর আগে গত পহেলা বৈশাখ উপলক্ষ্যে লেজার ভিশনের ব্যানারে মিক্সড অ্যালবাম ‘প্রত্যাশা’ অ্যালবামে গানটি বাজারে আসে।
ইতোমধ্যে সঙ্গীত শিল্পী হৃদয় খানের ছোট ভাই প্রত্যয় খানের সঙ্গে লিজার গাওয়া গানটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
মিউজিক ভিডিও প্রসঙ্গে লিজা বলেন, ‘তুমি চাইলে’ গানটি এতো সুন্দর একটি গান না শুনলে বুঝতে পারবে না কেউ। গানটির সুর ও সঙ্গীত আমার দারুণ লেগেছে বলেই গানটি গাওয়া। আর প্রত্যয়ের সঙ্গে প্রথম কাজ। সেই সুযোগটা জিয়াউদ্দিন আলম ভাই করে দিলেন। আশা করি গানটি সবার ভালো লাগবে। ঈদের আগে ভিডিও’টি ইউটিউব ও টেলিভিশনে প্রকাশিত হবার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রশিদা