সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবিসিডি-২ বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি একশ কোটি ক্লাবে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে বলিউডে গুজব ‘এনিবডি ক্যান ডান্স’-এর পরবর্তী সিকোয়েলে থাকছেন টাইগার শ্রফ। কিন্তু পরিচালক রেমো জানিয়েছেন, এই খবর একেবারেই ভুয়া। পরের সিকোয়েলে টাইগার থাকছেন না।
এদিকে এবিসিডি-২ এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন রেমো। কিন্তু সেইসঙ্গে পরের সিকোয়েল সংক্রান্ত গুজবের উত্তরে বিব্রত রেমোর বক্তব্য ‘এসবই মিডিয়ার তৈরি গুজব। আমি আসলে টাইগারের সঙ্গে একটি অ্যাকশন ফিল্ম করতে যাচ্ছি। যেটির শুটিং খুব তাড়াতাড়িই শুরু হবে। ‘এবিসিডি-৩’ তৈরির চিন্তাই করিনি এখনও। তাহলে সেখানে টাইগারকে কাস্ট করার কথা আসছে কী করে?’
‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে টাইগারের নাচের খ্যাতি সারা বলিউডেই ছড়িয়েছে। বলিউডে আরেকজন ‘ডান্সার-আর্টিস্ট’ হিসেবে প্রতিশ্রুতিবান জ্যাকি শ্রফের ছেলে যে টাইগার এ কথা সবাই মেনে নিচ্ছেন। বর্তমানে শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘বাগী’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন টাইগার।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রোকেয়া।