সেই ২০০০ সালে শুরু হয়েছিল ভারতীয় টেলভিশনে ইতিহাস সৃষ্টি করা দুই মেগা ধারাবাহিক 'কিউকি সাঁস ভি কভি বহু থি' এবং 'কাহানি ঘর ঘর কি'। টানা সাত-আট বছর ধরে ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল এই দুই মেগা ধারাবাহিকের চরিত্ররা। কিউ কি... ধারাবাহিকের প্রধান চরিত্র তুলসী বিরানি বর্তমানের ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। কিউ কি... ধারাবাহিকটি শেষ হয়ে যায়ওয়ার পর থেকে সেভাবে খবরে আসেনি এই ধারবাহিক। কিন্তু কাহানি ঘর ঘর কি ধারাবাহিকটি শেষ হয়েও যেন শেষ হচ্ছে না।
কিউ কি...'র মতোই কাহানি ঘর ঘর কি ধারাবাহিকটিও আদর্শ পুত্রবধূ পার্বতী আগরওয়াল ও তার পরিবারকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। মূলত পার্বতী, তার স্বামী ওম ও মেয়ে শ্রুতিকে নিয়ে। আর এখানেই চমক। ধারবাহিকটি তো সে কবেই শেষ হয়ে গেছে কিন্তু বিতর্ক ও দুর্ভাগ্য যেন আদর্শ পার্বতী ও তার আদর্শ মেয়ে শ্রুতির পিছু ছাড়ছে না। না ধারাবাহিকে নয় বাস্তবেই। প্রথমে বিতর্কে জড়ালেন পার্বতীর মেয়ে শ্রুতির ছোটবেলার চরিত্রে অভিনয় করা শ্বেতা বসু প্রসাদ। তারপরই বিতর্কে জড়ালেন শ্রুতির বড়বেলায় অভিনয় করা প্রীতি গুপ্তা। এবার তো মেয়েদের টপকে বিতর্ক ও দুর্ভাগ্য জাপটে ধরেছে শ্রুতির মা পার্বতীকেও। অর্থাৎ সাক্ষী তানওয়ারকেও।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই ২০১৫/ এস আহমেদ