মাকে খুব বেশি মনে পড়ে বলে জানিয়েছেন বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খান। ২ জুলাই ছিল কিং খানের মা লতিফ ফতিমা খানের ৭৪তম জন্মবার্ষিকী। মায়ের জন্মবার্ষিকী পালন করতে গিয়ে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলিউডের এ সুপারস্টার।
দিনটিতে মায়ের স্মৃতিচারণ করে এক টুইট বার্তায় শাহরুখ লিখেন, 'যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে তার বয়স বলে দেওয়ার জন্য একটা চড়ই হয়তো খেতাম।'
১৯৯১ সালে মারা যান শাহরুখের মা। শাহরুখ তখনো বড় পর্দায় আসেননি। এর এক বছর পর মুক্তি পায় তার 'দিওয়ানা' মুভিটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখকে। সেই অর্থে ছেলের 'বড়' হওয়া দেখে যেতেই পারেননি মা। আর এই কারণেই মাকে স্মরণ করে কখনো কখনো ভীষণ বিষণ্ণতা বোধ করেন সাফল্যের শীর্ষে থাকা এই অভিনেতা।
৪৯ বছর বয়সী এই অভিনেতা টুইটারে মায়ের একটি ছবি পোস্ট করে লেখেন, 'বেঁচে থাকলে তার বয়স হতো ৭৪ বছর। কিন্তু এই বয়স বলে দেওয়ার কারণে একটা থাপ্পড়ই হয়তো কষিয়ে দিতেন। কিছুটা বিষণ্ণতার ছোঁয়া থাকলেও এটা যে একটা আনন্দের দিন, তাও টুইটে স্বীকার করেছেন শাহরুখ।
বিডি-প্রতিদিন/৪ জুলাই ২০১৫/শরীফ