পাইরেসি, ফ্রি ডাউনলোড, শিল্পী-প্রযোজকদের দ্বন্দ্বসহ এমন নানা সমস্যায় জর্জরিত বর্তমানে আমাদের দেশের অডিও শিল্প। এর কারণে কালে কালে হারিয়ে গেছে আমাদের দেশের কিছু অডিও প্রতিষ্ঠান। সংগীতাঙ্গনের জন্য সুখের বিষয় হলো, চলতি বছর থেকেই অডিও অঙ্গনে সুবাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে এমআইবি আয়োজিত গানমেলা আবারও এক ছাদের নিচে এনেছে শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও অডিও প্রযোজকদের। এরই মধ্যে গানমেলার প্রতি একাত্দতা ঘোষণা করেছেন শিল্পীরা। প্রতি বছর পয়লা বৈশাখে এই গানমেলা আয়োজনের ঘোষণা এমআইবি ইতিমধ্যে দিয়েছে। এমনকি গানমেলায় পয়লা বৈশাখের অ্যালবাম বিক্রির সংখ্যাও ছিল বেশ ভালো। সব মিলিয়ে কয়েকটি গান বছরের শুরুতেই ভালো সফলতা অর্জন করে 'হিট' তালিকায় জায়গা করে নিয়েছে। সফল এই গান মেলার পর যেন আরও একবার ঘুরে দাঁড়িয়েছে আডিও অঙ্গন। এবার তার সঙ্গে যোগ হলো আরও একটি বড় সুসংবাদ। আর সেটি হলো আসছে ঈদেই অ্যালবাম প্রোডাকশনে ফিরছে একাধিক পুরনো অডিও কোম্পানি। এরই মধ্যে কোম্পানিগুলো ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে পুরান ঢাকার অডিও ব্যবসায়ীরা আবারও নামছেন অডিও ব্যবসায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঐতিহ্যবাহী অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক ও সিএমভি। দেশের অন্যতম এই বড় প্রযোজনা প্রতিষ্ঠান দুটি কয়েক বছর ধরেই বিভিন্ন কারণে অ্যালবাম প্রযোজনা ও প্রকাশ বন্ধ রেখেছিল। তবে এই ঈদেই তারা ফিরছে নতুন কলেবরে। ঈদে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ফিরছে সাউন্ডটেক। এর মধ্যে রয়েছে জনপ্রিয় শিল্পী পলাশের একক অ্যালবাম, পলাশ-রিজিয়া পারভীনের দ্বৈতসহ বেশ কিছু অ্যালবাম। এদিকে ধারাবাহিকভাবে একটা সময় অনেক হিট-সুপারহিট অ্যালবাম উপহার দিয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। ঈদে অ্যালবামে ফিরছে এ প্রতিষ্ঠানটিও। এরই মধ্যে কয়েকটি মিশ্র অ্যালবামের কাজ শুরু করেছে সিএমভি। নতুন করে অডিও ব্যবসায় ফেরা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার ও এমআইবির মহাসচিব শেখ শাহেদ আলী পাপ্পু বলেন, আগের অবস্থায় আমাদের ইন্ডাস্ট্রিটা ফিরে আসুক সেটা সব সময় চেয়েছি। অবশেষে এবার এমআইবির নতুন কমিটি গঠন হওয়ার পর আমরা বাস্তব উদ্যোগ গ্রহণ শুরু করেছি। যেমন 'এমআইবি গানমেলা'র মাধ্যমে আমরা সংগীত সংশ্লিষ্টরা এক ছাদের নিচে এসে তা সফল করার চেষ্টা করেছি। আমি মনে করি এই মেলা অডিও ইন্ডাস্ট্রির হারানো ইমেজ পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছে, সামনেও রাখবে। সব মিলিয়ে আসলে সিএমভি প্রযোজনা-প্রকাশনায় ফিরছে। অনেকটা সময় আমরা একটা সুসময়ের অপেক্ষা করেছি। এবার বোধহয় সেটা এসেছে। ঈদেই আমরা কয়েকটি অ্যালবাম প্রকাশ করছি। এদিকে পুরান ঢাকার অডিও ব্যবসায়ীদের মধ্যে আগেই ফিরেছে আরেক ঐতিহ্যবাহী প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা। পয়লা বৈশাখে তারা একাধিক বড় অ্যালবাম প্রকাশ করেছে। আসছে ঈদে আরও অ্যালবাম প্রকাশ করছে সঙ্গীতা। পুরান ঢাকার আরও কমপক্ষে চার থেকে পাঁচটি ছোট-বড় অডিও কোম্পানি ঈদেই ফিরছে অ্যালবামে। সব মিলিয়ে পুরনো কোম্পানির এমন ফেরায় ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে সংগীতাঙ্গনে।