লাইফ সাপোর্ট খুলে কেবিনে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, 'এখন তিনি শঙ্কামুক্ত। আমরা তাকে কেবিনে স্থানান্তর করেছি। বর্তমানে তিনি ৫১৫ নম্বর কেবিনে আছেন। এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তাকে হার্ড ও নিউমোনিয়ার জন্য দুজন্য ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।' তিনি আরও বলেন, 'কদিন আগে তার শারীরিক অবস্থা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ তখন তার হার্ট কাজ করছিল ৩৫%। হার্টে পাম্প করার ক্ষমতা কমে যাচ্ছিল ধীরে ধীরে। এ ছাড়া ফুসফুসে পানি জমে যাচ্ছে। ফুসফুসে একটি ইনফেকশন আছে যার কারণে ফুসফুসটি সংকোচিত হয়ে যাচ্ছিল। এ ছাড়া বয়সের কারণে তার শরীরে ওষুধ কাজ করছে না ঠিকমতো। এর সঙ্গে যোগ হয়েছে নিউমোনিয়া ও ডায়াবেটিস সমস্যা। সব মিলিয়ে আমারা ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আল্লার রহমতে তিনি ভালো আছেন।' অন্যদিকে নায়করাজের ছোট ছেলে সম্রাট বলেন, 'সবার দোয়া ও ভালোবাসায় বাবা সুস্থ হয়ে উঠছেন। এ জন্য সবার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার এত ভালোবাসার ঋণ রাজ্জাক পরিবার কোনো দিন শোধ করতে পারবে না। বাবা এখন কথা বলতে পারছেন। তিনি আমার কাছে জানতে চাইলেন সবার খবর। পরিবার, বন্ধুবান্ধব, আত্দীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন।'